হোম > অর্থনীতি

ঋণ পুনঃতফসিলের নতুন নীতিমালাটি যুগান্তকারী পদক্ষেপ: এবিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের নতুন করে জারি করা পুনঃতফসিল সংক্রান্ত নীতিমালা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংক খাত নিয়ে সমসাময়িক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। 

এবিবি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন করে জারি করা পুনঃতফসিল সংক্রান্ত নীতিমালা একটি যুগান্তকারী পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংকের পুন: তফসিলের সিদ্ধান্তটি ব্যাংকের কাছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ব্যাংক খাতকে ছাড় দেওয়া হয়নি। এমনকি ঋণ পুনঃতফসিল-সংক্রান্ত নতুন নির্দেশনা ব্যাংকারদের দায়বদ্ধতা এবং জবাবদিহি বৃদ্ধি করেছে। যদি ব্যাংকগুলোয় সুশাসন এবং দক্ষ জনবল থাকে, তাহলে অবশ্যই সেই ব্যাংক নতুন নির্দেশনার ভালো ফলাফল পাবে। 

সেলিম আর এফ হোসেন বলেন, ‘ঋণ পুনঃতফসিল সব দেশেই হয়। কিন্তু কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এটা অনুমোদন করে না। এমনটা বিশ্বের কোথাও নেই। ঋণগ্রহীতাদের সংশ্লিষ্ট ব্যাংক চেনে, কেন্দ্রীয় ব্যাংক নয়। পৃথিবীর কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃতফসিল করে না, এটা ব্যাংকারদের কাজ।’ 

এবিবি চেয়ারম্যান বলেন, ‘আগে ঋণ পুনঃতফসিল করতে তিন থেকে চার মাস সময় লাগত। এখন ঋণ পুনঃতফসিল হবে সর্বোচ্চ সাত দিনে। এতে খেলাপি ঋণ পরিস্থিতি ভালো হবে।’ 

ব্যাংকে সুশাসন না থাকার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়েও গভর্নর কিছু নির্দেশনা দিয়েছেন। ১০টা সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকা করে পরিদর্শন ও তদারকি আরও বাড়ানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন গভর্নর। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকগুলোকে বিশেষ নজর রাখতে বলেছেন গভর্নর। অনিয়ম হলে সেখানে শূন্য সহনশীলতা দেখানো হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।’ 

এবিবি চেয়ারম্যান বলেন, ‘আন্ত: ব্যাংক মুদ্রাবাজার সচল, আস্থা ফিরিয়ে আনা এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন হলে ডলারের বাজার স্বাভাবিক হবে।’

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা