দেশে এক বছরে সন্দেহজনক লেনদেনের ঘটনা ৬২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৮ হাজার ৫৭১টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যা আগের বছরে ছিল ৫ হাজার ২৮০ টি।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে বিএফআইইউর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে বিএফআইইউ গত ৫ অর্থবছরের সন্দেহজনক লেনদেনের হিসাব দেয়। সেখানে বলা হয় গত ২০২১-২২ অর্থবছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে ৮ হাজার ৫৭১ টি। যা আগের অর্থবছরের তুলনায় ৬২ দশমিক ৩৩ শতাংশ বেশি। এর আগের বছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছিল ৫ হাজার ২৮০টি।