হোম > অর্থনীতি

অর্থবছরের তিন মাস: রাজস্ব ঘাটতি ৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এই খাতে ঘাটতির পরিমাণ ৩ হাজার ৫২৭ কোটি টাকা। পণ্যের মূল্যবৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ কোটি টাকা। 

সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি টাকা। এ সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস—সব মিলিয়ে আদায় করেছে ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। 

রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্রবিশেষে কয়েক গুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত