হোম > অর্থনীতি

৬ মাসের ব্যবসায় মুনাফা বেড়েছে ১৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারের কিছু কোম্পানি। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায় লাভ-ক্ষতির হিসাব জানিয়েছে। এতে দেখা গেছে, সবগুলো কোম্পানি মুনাফা রয়েছে। এর মধ্যে ১৪টি বা ৭৪ শতাংশ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। আর ৫টির মুনাফা আগের তুলনায় কমেছে। 

তবে ৬ মাসের মুনাফার খবরে উৎফুল্ল হওয়ার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৬ মাসে মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। পরের ৬ মাসে মুনাফায় থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলা যায় না। মুনাফা বাড়তেও পারে, কমতেও পারে। 

মুনাফায় প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ইউনাইটেড ফাইন্যান্সের। আগের বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ছিল ৬ পয়সা, এবার হয়েছে ১৬ পয়সা। অর্থাৎ মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১৬৬ শতাংশ। এরপরই ৪৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। 

৬ মাসে ইস্টার্ন ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের ৩৩ শতাংশ বেশি। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস ৩১ শতাংশ বেড়ে ১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর পঞ্চম স্থানে থাকা সিটি জেনারেল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ। 

এরপরে ঢাকা-ব্যাংকের ১৫, রূপালী ব্যাংকের ১৯, আইপিডিসির ১৩, এসবিএসি ব্যাংকের ১২, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ৮, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের ৪ এবং সিকদার ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে ২ শতাংশ করে। 

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প