হোম > অর্থনীতি

ইরানে ইসরায়েলি হামলার খবরে তেলের দাম বাড়ল

ইরানে ইসরায়েলের আক্রমণের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে। এই খবরের পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ শুক্রবার অন্তত ৩ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। 

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারেরও বেশি বেড়ে যায়। পরে অবশ্য সামান্য কমেছে। এ সময় ব্রেন্ট ফিউচার্সের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ২ দশমিক ৬৩ ডলার বা ৩ শতাংশ। ফলে বর্তমানে ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭৪ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলে ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৬৬ ডলারে। 
 
এদিকে, ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছে, ইসরায়েল এখন পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করেছে। 

ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী শেকারি বিমান ঘাঁটির কাছে অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরানর প্রতিবেদনে বলা হয়েছিল, ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 

এর আগে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হেনেছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তাঁরা কিংবা ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা-ও জানাননি। ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে। 

ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিত জ্বালানি তেলে দাম বাড়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার বিনিয়োগ ব্যাংক আইএনজির হেড অব কমোডিটিস ওয়ারেন প্যাটারসন বলেন, ‘যদি এই প্রতিবেদনগুলো সত্য হয় তবে (জ্বালানি তেলের দাম) আরও বাড়ার আশঙ্কা কেবল বাড়বেই। সে সঙ্গে এটিও উদ্বেগের বিষয় যে, আমরা সম্ভবত এমন এক পরিস্থিতির কাছাকাছি চলে যাচ্ছি, যেখানে তেল সরবরাহে প্রকৃত অর্থেই বিঘ্ন ঘটবে।’

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি