চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ষাণ্মাসিক মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট–এমপিএস) আগামী রোববার ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ব্যাংকিং খাতে তারল্য সংকটের চাপ, বিদেশি মুদ্রার সরবরাহে টান, টাকার মান কমে যাওয়া, মূল্যস্ফীতি আর চলতি হিসাবে ঘাটতি বয়ে বেড়ানোর মত অর্থনৈতিক প্রেক্ষাপটে এক বছরের মুদ্রানীতির আগের সিদ্ধান্তে বদল আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন নীতি প্রণয়নের কাজ শুরু করেছে। ইতিমধ্যে সাবেক গভর্নর, অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতামত নিয়েছে এ সংক্রান্ত কমিটি। সরকারের জাতীয় বাজেট বাস্তবায়নে সহযোগিতা করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ জানিয়ে বছরের নির্দিষ্ট সময়ে বাজারে কি পরিমাণ মুদ্রা সরবরাহ করা হবে তার একটি আগাম ধারণাপত্র দেওয়া হয় মুদ্রানীতিতে। আর গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় মুদানীতির অনুমোদন দেওয়া হয়েছে।