হোম > অর্থনীতি

১২ কেজির সিলিন্ডারে ৪৯ টাকা বাড়ল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সিলিন্ডারে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ৪৯ টাকা। একই সঙ্গে বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধিতে দেশের ভোক্তাদের জন্য দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জুলাই মাসের জন্য নতুন দাম ঘোষণা করে বিইআরসি। 

নতুন দর অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ১২ কেজি রান্নার গ্যাসের সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন করসহ (মূসক) ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৮৯১ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর নতুন দাম বহাল থাকবে পুরো মাস।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। মে মাসে যা ছিল ৯০৬ টাকা, আর জুনে ৮৪২ টাকা। জুলাই মাসের জন্য অটো গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৪৪ টাকা টাকা, জুনে যা ছিল ৪১ টাকা ৭৪ পয়সা।

তবে উৎপাদন পর্যায়ে খরচের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির এপ্রিলে নির্ধারিত দাম ৫৯১ টাকা, জুলাই মাসে অপরিবর্তিত থাকছে।

এলপিজি মূলত প্রোপেন আর বিউটেন গ্যাসের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি সৌদি আরামকো। তাদের নির্ধারিত চুক্তিমূল্য (সিপি) বা সৌদি সিপিকেই ভিত্তি হিসেবে ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। জুনে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি টন ৫৩০ ডলার এবং ৫২৫ ডলার। সেই অনুযায়ী এলপিজিতে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ হিসাবে দুই গ্যাসের গড় সৌদি সিপি প্রতি টন ৫২৬ দশমিক ৭৫ ডলার বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই