হোম > অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের অবৈধ ৬০ গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর ধরে টার্মিনাল অপারেটরের দায়িত্বে আছে সাইফ পাওয়ারটেক কোম্পানি। এ সুযোগে তারা বন্দরের ভেতরে টার্মিনালে নিবন্ধনবিহীন বিভিন্ন যানবাহন দিনের পর দিন অবৈধভাবে পরিচালনা করে আসছিল। তবে এত দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেননি। 

এখন প্রেক্ষাপট বদলেছে। বন্দরের ভেতর নিবন্ধনবিহীন অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অভিযান শুরু করেছে। এতেই কোম্পানিটির বিরুদ্ধে অন্তত ৬০টি অবৈধ যানবাহন ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। এ সময় সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন রেজিস্ট্রেশন নেই এমন ১০টি ট্রেইলারের প্রতিটিকে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সবগুলো গাড়ি নিবন্ধনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপুর নেতৃত্বে বন্দর এলাকায় পরিচালিত এই অভিযানে অন্যদের মধ্যে ছিলেন বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস