ঈদের আগে ও পরে মিলিয়ে টানা চার কর্মদিবস উত্থান হলো প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেনও বেড়েছে গতকাল বৃহস্পতিবার। তবে এই ইতিবাচক প্রবণতাও আশা জাগাতে পারছে না। কারণ, গতিশীল পুঁজিবাজারের অন্যতম নির্দেশক ‘লেনদেন’ বাড়ছে না। আবার সামান্য উত্থানের পরেই আগের মতোই লাগাতার পতনের মুখে চলে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ দিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ পয়েন্টে উঠে এসেছে।
এর আগে ১১ জুন সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ হাজার ৭০ পয়েন্টে নেমে যায়। এরপর ঈদের ছুটিতে যাওয়ার আগে ও পরে
দুই করে চার কর্মদিবসে সূচক বাড়ল ১৭৪ পয়েন্ট।