ঢাকা: মুজিব বর্ষে গৃহীত ‘বঙ্গবন্ধু যুবঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫৮ হাজার ২৯৭ বেকার যুবককে ৯০১ কোটি ৩০ টাকার ঋণ দেওয়া হয়েছে। চলতি জুনের ৮ তারিখ পর্যন্ত জামানতবিহীন এ ঋণ বিতরণ করা হয়েছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে দুই লক্ষাধিক মানুষের।
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ঢাকা-১৮ আসনের সরকার দলীয় সাংসদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেওয়ার আলাদা করে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।
তিনি জানান, গ্রামে কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেওয়া হয়। ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৩১ হাজার ৩৯ ঋণগ্রহীতার মাঝে ৮ হাজার ২২১ কোটি ৮৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ২৬ লাখ ৩৯ হাজার ৮৭ জনের কর্মসংস্থান হয়েছে।