পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় ভালো লেনদেনের পরিপ্রেক্ষিতে আরও ৬টি কোম্পানির ওপর থেকে বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন ফ্লোর প্রাইস বহাল থাকছে কেবল ৬টি কোম্পানিতে। গতকাল এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ফ্লোর প্রাইস তুলে নেওয়া কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, রেনাটা, বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।
তবে আজ বুধবার থেকেই ৬টি কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস উঠছে না। প্রথম তিনটি কোম্পানি অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনাটার শেয়ারের ওপর আজ থেকেই ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে। তবে বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার রেকর্ড ডেট পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকবে।