হোম > অর্থনীতি

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা চাইল বাণিজ্য মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে লেনদেন করে বিভিন্ন সময় যেসব গ্রাহক কিংবা সরবরাহকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেই ক্ষতি পুষিয়ে দিতে বাণিজ্য মন্ত্রণালয় আবারও নতুন করে উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে যেসব গ্রাহক টাকা দিয়ে এখনো হাতে পণ্য পাননি কিংবা যেসব প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ দিয়ে মূল্য ফেরত পাননি এখন পর্যন্ত-এমন ভুক্তভোগীদের নামের নতুন তালিকা হবে।

যারা পাওনা ফেরত পেতে ইচ্ছুক, তাদের সুনির্দিষ্ট ক্ষতির পরিমাণ ও নাম ঠিকানা আগামী ১৪ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে মন্ত্রণালয়। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহক ও বিক্রেতাদের অর্থ পাওনা রয়েছে, তাদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৪ নভেম্বরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

এ ছাড়া যেসব গ্রাহক অর্থ পরিশোধ করে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য পাননি এবং বিক্রেতারা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করে বিক্রয়মূল্য বুঝে পাননি, তাদেরকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুধু অনলাইন পোর্টালে অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার চেষ্টা করছি। কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে ভালো সাড়া দিলেও বেশ কিছু প্রতিষ্ঠান অসহযোগিতাও করছে। এ কারণেই আমরা পাওনাদারদের অভিযোগ দিতে বলেছি। এ অভিযোগের ভিত্তিতে শুনানি হবে এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হবে।’

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা