হোম > অর্থনীতি

আন্তর্জাতিক সেবার ডলার পরিশোধে লাগবে না অনুমোদন

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারে আন্তর্জাতিক সেবার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় সুইফট, রয়টার্স মনিটর, ব্লুমবার্গ, ব্যাংকারস অ্যালমানাকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবা বাবদ বিল পরিশোধ করতে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

আজ রোববার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক লেনদেন ও সেবা গ্রহণে সময়ক্ষেপণ এবং জটিলতা কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় বৈদেশিক সেবা বিল পরিশোধ দ্রুততর হবে এবং পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হবে।

এতে আরও বলা হয়েছে, অনুমোদিত আন্তর্জাতিক কার্ডধারী ভ্রমণকারীরা প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত লাউঞ্জ ভিজিট ফি খরচ করতে পারবেন। তবে বৈদেশিক সেবা বিল পরিশোধে সংশ্লিষ্ট ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক বা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত হতে হবে। বৈদেশিক লেনদেনে পাচার বা সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সেবার ইনভয়েসসহ কর ও ভ্যাট পরিশোধের নথিপত্র সঠিকভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি