হোম > অর্থনীতি

এ দেশের মানুষকে ঠকাবে না সরকার, বাজেটের আগে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানান অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। তবে বাজেট ঘোষণার প্রাক্কালে কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আজ বাজেট ঘোষণার জন্য বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ মন্তব্য করেন। তিনি জানান, বাজেটে দরিদ্র জনগণের জন্য সহায়ক কর্মসূচির কথা বলা হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।
 
অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে। বাজেট ঘোষণার অল্প কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।’
 
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।’

অর্থমন্ত্রী অল্প কিছুক্ষণ পরই একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন। নানান চ্যালেঞ্জের মধ্যেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি।

বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু