হোম > অর্থনীতি

ইভ্যালির জন্য অডিট ফার্ম চূড়ান্ত, শিগগিরই ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভ্যালি নিরীক্ষার জন্য অডিট ফার্ম চূড়ান্ত করা হয়েছে। দেনা-পাওনা হিসাব করে মেটানোর পর ওয়েবসাইট চালুর চেষ্টা করছে ই-কমার্স প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য হাইকোর্ট গঠিত পর্ষদ। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ১৪ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইভ্যালির গাড়ি নিলাম অনুষ্ঠানে এ কথা বলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। 

উন্মুক্ত নিলামের মাধ্যমে মোট ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে ইভ্যালির মালিকানাধীন সাতটি গাড়ি। বেলা সাড়ে ১১টায় নিলাম কার্যক্রম শুরু হয়ে আড়াইটা নাগাদ শেষ হয়। 

নিলাম শেষে সংবাদ সম্মেলনে ইভ্যালির অডিটের বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ‘প্রথম অডিটর চেয়েছিল ৮৬ লাখ টাকা। এ জন্য আমরা তাদের বাদ দিয়ে হুদা ভাসি নামের অন্য একটি ফার্মকে এ কাজে নিয়োগ করেছি। তারা ২৭ লাখ টাকায় অডিট করতে রাজি হয়েছেন। অডিটের পর আমরা জানতে পারব ইভ্যালির দেনা পাওনা কত। পাওনাদার অনেক। গুদামসহ বিভিন্ন বাড়িভাড়া তিন চার মাসের জন্য বাকি ৷ দারোয়ানের বেতন বাকি। অনেক পাওনা। তাই আমরা চাচ্ছি পুঁজি বাড়িয়ে নেওয়ার। না হলে তো কিছু করা যাবে না।’ 

ইভ্যালির সার্ভার চালুর চেষ্টা চলছে উল্লেখ করে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমরা সার্ভার চালু করতে পারিনি। সার্ভার চালুর চেষ্টা চলছে। আমাজন কোম্পানি বড় অঙ্কের টাকা চেয়েছে। নেগোসিয়েশনের মাধ্যমে এটা কমানো যায় কি না আমরা দেখব।’ 

ইভ্যালির মালিকানাধীন আরও চারটি গাড়ির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আরও গাড়ি আছে। অনুসন্ধান চলছে। এই চারটি গাড়ি যাদের কাছে আছে তাদের নাম পেয়েছি। রোববারের মধ্যে ফিরিয়ে না দিলে পুলিশ পাঠিয়ে হাতকড়া পরিয়ে ধরে আনা হবে।’

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা