উত্থান-পতনের মধ্য দিয়েই যাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সম্প্রতি রেমিট্যান্স বাড়লেও রিজার্ভ আটকে রয়েছে ১৯ বিলিয়নের ঘরে।
গত এপ্রিল মাসে প্রথম দিকে ২০ বিলিয়নের ঘরে থাকলেও শেষের দিকে নেমে তা দাঁড়ায় ১৯ বিলিয়নের ঘরে। চলতি মাসের শুরুতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৫২৩ কোটি ডলার বা ২৫ দশমিক ২৩ বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, ১ হাজার ৯৯৫ কোটি ডলার বা ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের এ সময়ে মোট রিজার্ভের পরিমাণ অনেক বেশি ছিল (৩০ দশমিক ৯৬ বিলিয়ন বা ৩ হাজার ১১৮ কোটি ডলার)।