হোম > অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে কমল ১০৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। সর্বোচ্চ দাম ছোঁয়ার দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন দফায় দাম কমল মূল্যবান এ ধাতুর।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম ঠিক করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুসারে, সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। আগের দাম ছিল ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা থেকে ৯৩৩ টাকা কমিয়ে বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ৮৭০ টাকা থেকে ৭০০ টাকা কমে প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ১৭০ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এ নিয়ে এ মাসে চারবার স্বর্ণের দাম কম–বেশি করেছে বাজুস। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর দাম বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়। তারপর ১৫ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বরের পর মঙ্গলবার থেকে আবারও দাম কমবে। এতে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৭৫ টাকা।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা