হোম > অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে কমল ১০৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। সর্বোচ্চ দাম ছোঁয়ার দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন দফায় দাম কমল মূল্যবান এ ধাতুর।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম ঠিক করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুসারে, সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। আগের দাম ছিল ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা থেকে ৯৩৩ টাকা কমিয়ে বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ৮৭০ টাকা থেকে ৭০০ টাকা কমে প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ১৭০ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এ নিয়ে এ মাসে চারবার স্বর্ণের দাম কম–বেশি করেছে বাজুস। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর দাম বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়। তারপর ১৫ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বরের পর মঙ্গলবার থেকে আবারও দাম কমবে। এতে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৭৫ টাকা।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত