হোম > অর্থনীতি

চলতি বছরেই আকাশে ডানা মেলবে ফ্লাই ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শীতকালীন সূচি থেকেই দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে নতুন এয়ারলাইনস ফ্লাই ঢাকা। ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। পাশাপাশি বৈমানিক ও ক্রু নিয়োগের প্রক্রিয়াও চলছে।

ফ্লাই ঢাকা বলছে, সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এয়ার ক্রাফট নিশ্চিতকরণসহ এয়ারওর্দিনেস সার্টিফিকেটের (এওসি) সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এয়ারলাইনসটি। চলতি বছরেই আকাশে ডানা মেলার লক্ষ্য সামনে রেখে খুব দ্রুত লোকবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে এয়ারলাইনসটি। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এটিআর ৭২-৬০০ মডেলের এয়ার ক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনসটির। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বহরে এয়ারবাস/বোয়িং এয়ার ক্রাফট ব্যবহারের পরিকল্পনা রয়েছে ফ্লাই ঢাকার।

এ প্রসঙ্গে ফ্লাই ঢাকার সিইও লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর আজকের পত্রিকাকে বলেন, শুধু অভ্যন্তরীণ বাজার নয়, বিশ্ববাজারেও শক্ত ভিত গড়তে চায় ফ্লাই ঢাকা এয়ারলাইনস। সেই লক্ষ্য সামনে রেখে এশিয়ার একটি বড় এয়ারলাইনসের সঙ্গে সমঝোতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফ্লাই ঢাকা ২০২১ সালের অক্টোবরে বেবিচকের এনওসি পেয়েছে। এওসি পাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এওসি পাওয়ার পর দ্রুতই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করবে এয়ারলাইনসটি। পাশাপাশি জনবল নিয়োগ এবং অভ্যন্তরীণ বিমানবন্দরে সেলস অফিস স্থাপনের কাজও অনেকটা এগিয়ে নিয়েছে এয়ারলাইনসটি।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন