হোম > অর্থনীতি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ১৬তম ১৬তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল বুধবার অনুষ্ঠিত ১৬তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া। আজ বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানায় বিএসসিপিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ১৬তম বার্ষিক সাধারণ সভা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বিধিবদ্ধ অন্য বিষয়ের পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জানে আলম, পিএসসির এএফডব্লিউসি ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা সহসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা