ঢাকা: ব্যক্তি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের আয়ের ৩০ শতাংশ এবং নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের ১৫ শতাংশ কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ এ প্রস্তাব দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজগুলোর আয়ের ১৫ শতাংশ কর দিতে হবে। এরই মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে এ হার নির্ধারণ ও প্রয়োগ করা হয়েছে। তবে অর্থমন্ত্রী একই পরিমাণ করহার অর্থ আইনের মাধ্যমে নির্ধারণের প্রস্তাব করেন।
ব্যক্তি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, কিছু ক্ষেত্রে আইনের কারণে কিছু লোক ও প্রতিষ্ঠান কর প্রদানে বিশেষ সুবিধা পেত। আইনের মাধ্যমে সবার মতো তাদের করহারও ৩০ শতাংশ করার প্রস্তাব করেন।
আরও পড়ুন: