হোম > অর্থনীতি

তিন দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলে তোড়জোড়, ঢাকায় বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ, ভারত ও নেপাল উপ-আঞ্চলিক জোট বিবিআইএনের আওতায় সড়কপথে মালবাহী গাড়ি চলাচল শুরুর প্রক্রিয়া দ্রুততর করতে রাজি হয়েছে তিন দেশ। বুধবার (৬ মার্চ) ঢাকায় জোটের এক বৈঠকে তিন দেশ এ বিষয়ে একমত হয়। 

বিবিআইএনের আওতায় চার দেশের মধ্যে ২০১৫ সালে সই হওয়া যে মোটরযান চলাচল চুক্তি আছে, তা কার্যকর করতে একটি প্রটোকল সইয়ের বিষয়ও কর্মকর্তারা বৈঠকে আলোচনা করেন। 

কর্মকর্তারা মনে করেন, চুক্তিটি কার্যকর হলে চার দেশের মধ্যে মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজতর হবে। অর্থনৈতিক ও বাণিজ্যের দিক থেকে এর সুফল পাবে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ত ও নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিমরঞ্জন অধিকারী বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। 

পরিবেশ রক্ষার দিকটি বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া থেকে এর আগে সরে দাঁড়িয়েছিল ভুটান। দেশটির কর্মকর্তারা এবারের বৈঠকে জানান, ভুটানও চার দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলের সুযোগ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস