হোম > অর্থনীতি

তিন দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলে তোড়জোড়, ঢাকায় বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ, ভারত ও নেপাল উপ-আঞ্চলিক জোট বিবিআইএনের আওতায় সড়কপথে মালবাহী গাড়ি চলাচল শুরুর প্রক্রিয়া দ্রুততর করতে রাজি হয়েছে তিন দেশ। বুধবার (৬ মার্চ) ঢাকায় জোটের এক বৈঠকে তিন দেশ এ বিষয়ে একমত হয়। 

বিবিআইএনের আওতায় চার দেশের মধ্যে ২০১৫ সালে সই হওয়া যে মোটরযান চলাচল চুক্তি আছে, তা কার্যকর করতে একটি প্রটোকল সইয়ের বিষয়ও কর্মকর্তারা বৈঠকে আলোচনা করেন। 

কর্মকর্তারা মনে করেন, চুক্তিটি কার্যকর হলে চার দেশের মধ্যে মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজতর হবে। অর্থনৈতিক ও বাণিজ্যের দিক থেকে এর সুফল পাবে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ত ও নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিমরঞ্জন অধিকারী বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। 

পরিবেশ রক্ষার দিকটি বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া থেকে এর আগে সরে দাঁড়িয়েছিল ভুটান। দেশটির কর্মকর্তারা এবারের বৈঠকে জানান, ভুটানও চার দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলের সুযোগ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন