হোম > অর্থনীতি

ইউক্রেনের জন্য আরও ১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের

এএফপি, ওয়াশিংটন 

ফাইল ছবি

ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র এক মাস আগে আইএমএফের কর্মীরা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের চার বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতিনির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

আইএমএফের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির অধীনে অর্থছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে ইউক্রেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ।’

গত শুক্রবার আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে।

আইএমএফের প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার-সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনো প্রধানত নেতিবাচক দিকে ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয়, তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস