হোম > অর্থনীতি

অনেক বেশি অগ্রাধিকার খাত শিল্পোন্নয়ন বাধাগ্রস্ত করবে: মত অর্থনীতিবিদদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্পোন্নয়নের জন্য সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২২–এ ১৭টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে সরকার। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১২ টির বেশি অগ্রাধিকার খাতের কথা বলা হয়েছিল। তবে অর্থনীতিবিদেরা বলছেন, অনেক বেশি অগ্রাধিকার খাত শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অগ্রাধিকার খাত কমিয়ে আনার পরামর্শ তাঁদের। 

আজ রোববার ‘আনপ্যাকিং দ্য ইকোনমিক ম্যানিফেসটো অব দ্য আওয়ামী লীগ: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর টুমরোস বাংলাদেশ’ সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। 

 ‘অ্যাসপিরেশন অ্যান্ড রিয়্যালিটি: ইলেকশন ম্যানিফেসটো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রবন্ধে বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, দ্রুত শিল্পোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ খাত নির্বাচন করা জরুরি। চীন বর্তমানে যেসব পণ্য উৎপাদন করছে। ১০ বছর পর সেগুলো করবে না। বাংলাদেশের এই সুযোগটা নেওয়া উচিত। 

তিনি বলেন, ১৯৮৫ সালের আগে দক্ষিণ কোরিয়ার প্রধান শিল্প ছিল বস্ত্র, কিন্তু ১৯৯০ সালের মধ্যে সেটি চলে আসে ইলেকট্রনিকসে। 

অপর সেশনে সেমিনারের সভাপতি ও বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাংলাদেশকে আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে হবে এবং এফডিআই প্রবাহের ভূ–অর্থনীতি সম্পর্কে সৃজনশীলভাবে চিন্তা করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমদানি শুল্ক এবং বাণিজ্য কর থেকে প্রত্যক্ষ কর (আয়কর, সম্পদ কর এবং উত্তরাধিকার কর) আহরণে আরও আর্থিক প্রচেষ্টা প্রয়োজন। মধ্যম আয়ের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে আমাদের ১৫–১৭ শতাংশ কর–জিডিপি অনুপাত প্রয়োজন। আমাদের প্রতি দশমিক ৫০ শতাংশ পয়েন্টে বাড়াতে হবে। তাহলে মোট বিনিয়োগ–জিডিপি অনুপাত ৩২ শতাংশ থেকে ৩৪ শতাংশে উন্নীত করা যাবে।’ 

এই সেশনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম বলেন, ‘ইশতেহারের চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এর জন্য অর্থ সরবরাহ এবং মুদ্রানীতির মতো সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে, যার সুফল আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি।’ 

বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন বলেন, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকদের সমন্বয়ে গঠিত একটি ব্যাংকিং কমিশন গঠন করা ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারে সংস্কারের প্রতিশ্রুতি পূরণের পক্ষে কার্যকর হতে পারে। 

দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে উঠে এসেছি। জার্মানি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে, আরও আশার অপেক্ষায় রয়েছে।’

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস