হোম > অর্থনীতি

ব্যাংক থেকে ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ ৩ লাখ টাকার বেশি উত্তোলনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে যা ছিল ২ লাখ টাকা।

শনিবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

নতুন এ সিদ্ধান্তটি চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি)।

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে সদ্য বিদায়ী সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক পরিবার থেকে নগদ টাকা উত্তোলন বেশি হচ্ছে মর্মে অভিযোগ আসে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাছে। এসব উত্তোলনকৃত অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা