হোম > অর্থনীতি

এনভয় টেক্সটাইলের পরিচালক পদ হারালেন সালাম মূর্শেদী

আজকের পত্রিকা ডেস্ক­

আবদুস সালাম মূর্শেদী। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাকে সরানো হয়। ৮৪ দশমিক ২৪ শতাংশ শেয়ারহোল্ডার মূর্শেদীর বিপক্ষে ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হংকংভিত্তিক বহুজাতিক এপিক গ্রুপের অনুমোদিত কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের মনোনীত প্রতিনিধি দিনেশ গোপ বিরওয়ানি শূন্য পদে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও রাশিদা আহমেদ ও এস কে বশির আহমেদ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সভায় প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন। অনিয়মের কারণে ২০২২ সালের জুন মাসে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পরও সালাম মূর্শেদীর কোম্পানির অফিসের ফ্লোর এবং গাড়ির ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তোলেন শেয়ারহোল্ডার মাহবুবুল হক বাবু।

আরেক শেয়ারহোল্ডার গোলাম ফারুক মূর্শেদীর শেয়ার বিক্রির বিষয়ে স্থগিত রাখতে বোর্ডকে আদালতের আদেশ চাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও শেয়ারহোল্ডার আব্দুল মোতালেব, নুরুল আনোয়ার এবং জাহাঙ্গীর আলম কোম্পানির সুনাম নষ্ট করার জন্য মূর্শেদীকে দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

সাবেক সংসদ সদস্য, আবদুস সালাম মূর্শেদী, এনভয় টেক্সটাইল, পরিচালক, অপসারণ, গুলশান শুটিং ক্লাব, কোম্পানি, বার্ষিক সাধারণ সভা, এজিএম, শেয়ারহোল্ডার, ভোট

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের