হোম > অর্থনীতি

৫০ মাসের বেতনের সমান বোনাস দিল এই কোম্পানি

বছর দুয়েক আগে সুয়েজ খালে কার্গো জাহাজ আটকে সারা দুনিয়ায় আলোচনায় এসেছিল তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন। এবার কর্মীদের অস্বাভাবিক বোনাস দেওয়া নিয়ে আলোচনায় কোম্পানিটি। 

বছর শেষে কিছু কর্মীকে ৫০ মাসের সমান বেতন বোনাস হিসেবে দিয়েছে শিপিং কোম্পানিটি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

ওই ব্যক্তি বলেন, তাইপেইভিত্তিক শিপিং কোম্পানিটি কিছু কর্মীকে গড়ে ৫০ মাসের বেতনের সমান বা চার বছরের বেশি সময়ের বেতনের সমান বছর শেষের বোনাস দিয়েছে। বোনাসের পরিমাণ কর্মচারীর গ্রেড ও কাজের ওপর নির্ভর করে আলাদা হয়েছে। তবে এই বোনাস শুধু তাঁরাই পেয়েছেন, যাঁরা তাইওয়ানে চুক্তিবদ্ধ। ওই ব্যক্তি এর বেশি কিছু বলতে রাজি হননি। 

এদিকে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বছরের শেষ বোনাস সব সময় কোম্পানির সারা বছরের পারফরম্যান্স এবং কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এভারগ্রিন মেরিন করপোরেশন এর বেশি কিছু বলতে রাজি হয়নি। 

কোভিড মহামারি পরবর্তী বিশ্বব্যাপী পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শিপিং বাণিজ্যের হঠাৎ উল্লম্ফনে লাভবান হয়েছে এভারগ্রিন মেরিন। গত দুই বছরে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য ও জ্বালানি সরবরাহের কাজ করেছে কোম্পানিটি। ২০২২ সালে কোম্পানির রাজস্ব বেড়ে রেকর্ড ২০ দশমিক ৭ বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২০ সালের চেয়ে তিন গুণ বেশি। 

২০২১ সালের গোড়ার দিকে নিজেদের ভুলে সুয়েজ খালে দীর্ঘদিন তাদের কার্গো আটকে থাকার সময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এভারগ্রিন মেরিন। এই কোম্পানি পরিচালিত একটি কার্গো সুয়েজ খালে আটকে সব ধরনের জাহাজ চলাচলের পথ রুদ্ধ করে দেয়। 

তাইপেইভিত্তিক অর্থনীতিবিষয়ক দৈনিক ইকোনমিক ডেইলি নিউজ গত সপ্তাহে এক প্রতিবেদনে বলে, সরবরাহ চেইন চাঙা হওয়ার কারণে কর্মীদের ৫২ মাসের বেতনের সমান পর্যন্ত বোনাস দিয়েছে এভারগ্রিন মেরিন। কিছু কর্মচারী গত ৩০ ডিসেম্বর ৬৫ হাজার ডলারের বেশি বেতন-বোনাস পেয়েছেন। 

অবশ্য এভারগ্রিন মেরিনের সব কর্মী ততটা ভাগ্যবান নন। সাংহাই-ভিত্তিক কর্মীরা মাসিক বেতনের মাত্র পাঁচ থেকে আট গুণ বোনাস পেয়েছেন। তাঁদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। স্থানীয় কর্মীদের উদ্ধৃতি দিয়ে চীনা নিউজ সাইট কাইসিন গ্লোবাল এমন প্রতিবেদন করেছে। 

এদিকে একসঙ্গে এত বোনাস দেওয়ার বিষয়টি ভবিষ্যতে কর্মী অসন্তোষ প্রশমনে কাজে দেবে বলে অনেকে মনে করছেন। কারণ শিপিং কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক করছে যে, দ্রুত দুর্বল হতে থাকা বৈশ্বিক প্রবৃদ্ধি এবং সরবরাহ চাহিদায় পতনের ফলে এ বছর লাভের অঙ্কে টান পড়তে পারে। ২০২১ সালে ২৫০ শতাংশ লাভ করেছিল এভারগ্রিন মেরিন। তবে গত বছর শেয়ারদর ৫৪ শতাংশ কমেছে।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা