হোম > অর্থনীতি

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। নতুন করে ভরি প্রতি এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এক সপ্তাহের কম সময়ে ভরিতে দাম বাড়ল ৪ হাজার টাকারও বেশি।

আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস বলছে, স্থানীয় বাজরে তেজাবী বা খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এক সপ্তাহের কম সময়ে ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪ হাজার ৮৩ টাকা। এর আগে গত ১২ নভেম্বর ২২ ক্যারেট সোনার ভরি ছিল সর্বোচ্চ ৮০ হাজার ১৩১ টাকা। যা ১৩ নভেম্বর বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা করা হয়। আজ নতুন দাম নির্ধারণ হলো ভরি প্রতি ৮৪ হাজার ২১৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটে বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৩৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরি প্রতি ২ হাজার ৩৩৩ টাকা। ৫ দিন আগেও ২১ ক্যারেট সোনার ভরি ৭৬ হাজার ৫১৫ টাকায়, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৫৫১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৫৪ হাজার ৩৫৪ টাকায় বিক্রি হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস