হোম > অর্থনীতি

ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে ইলিশ মাছ রপ্তানির সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ নভেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর ইলিশের প্রজনন মৌসুম ৪-২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সময় ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে ইলিশ রপ্তানির ক্ষেত্রে আরোপিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। 

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বর মাসে দুই দফায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল। এর মধ্যে ৫২টি প্রতিষ্ঠানকে ১০ অক্টোবর এবং ৬৩টি প্রতিষ্ঠানকে ৩ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫ নভেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। 

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস