ঢাকা: সরকার ঘোষিত চলমান লকডাউন আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে চলবে লেনদেন। এছাড়া বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।
পুঁজিবাজার খোলা রাখার বিষয়ে মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনের সময় ব্যাংকিং কার্যক্রমের সময় বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার নিয়ম অনুযায়ী চালু থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলার কথা বলা হয়। সোমবার আইডিআরএ- এর নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতারের স্বাক্ষর করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।