হোম > অর্থনীতি

বড় উত্থান পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বড় ধরনের উত্থান হয়েছে। ঈদের পর ১০ কর্মদিবসের মধ্যে কেবল দ্বিতীয়বারের মতো উত্থান হলো। বাজারসংশ্লিষ্টদের অনেকেই মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের বিষয়টি এই উত্থানের পেছনে সহায়ক ভূমিকা রেখেছে।

৩৪৬ পয়েন্ট সূচক হারানোর পর গতকাল যোগ হয়েছে ৯৭ পয়েন্ট। এমন উত্থানে খুশি হতে পারতেন বিনিয়োগকারীরা। তবে গত তিন মাসে পুঁজিবাজারে যে দরপতন হয়েছে, তাতে এই উত্থান প্রত্যাশিত এবং এ রকম একটি উত্থানেই বিনিয়োগকারীদের লোকসান পোষানো যাবে না।

গতকাল রোববারের আগে ঈদের পর লেনদেন হওয়া ৯ কর্মদিবসের মধ্যে ৮ দিনই দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী হয়।

লেনদেনের একপর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষ দিকে এ প্রতিষ্ঠানগুলোর অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদর সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। আর ৭৭টি প্রতিষ্ঠানের দর ৫ শতাংশের বেশি বেড়েছে।

দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪৪টির অপরিবর্তিত ছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা, যা কার্যদিবসে ছিল ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত