হোম > অর্থনীতি

পুঁজিবাজার: ৫ কর্মদিবস পর উত্থান, রদবদলে নজর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুঁজিবাজারে যে উত্থান হয়েছিল, তা সমন্বয় হয়েছে গত কয়েক দিনের দরপতনে। গতকাল বৃহস্পতিবার ফের সূচক লাফ ও লেনদেনে গতি ফিরেছে। তবে অনেকেই বলছেন, দেশের অন্য খাতের মতো পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজারও। তাই কিছুটা অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।

৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে পুঁজিবাজারে টানা চার কর্মদিবস উল্লম্ফন দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ে ৮০০ পয়েন্টের কাছাকাছি। এরপর টানা পাঁচ কার্যদিবস পতনে সূচক কমে ৩৪৫ পয়েন্ট। এরপর গতকাল বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে উঠে এসেছে। লেনদেন বেড়েছে ২৪১ কোটি টাকা। দিনভর ডিএসইতে হাতবদল হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিন ছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

এর মধ্যে ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ১২ আগস্ট পদত্যাগ করেন সংস্থাটির দুজন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

১৮ আগস্ট বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে বেছে নেয় অর্থ মন্ত্রণালয়। তবে বিএসইসির দুজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে। নতুন কমিশনার নিয়োগের মধ্য দিয়ে নতুন কমিশনের যাত্রা শুরু হবে।

এ ছাড়াও সিডিবিএল ও সিসিবিএলেও সংস্কারের সম্ভাবনা রয়েছে। এসব পরিবর্তনের ওপর নজর রাখছেন পুঁজিবাজার বিশ্লেষক, বিভিন্ন অংশী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, এখনো পরিপূর্ণভাবে সব সংগঠিত হয়নি। পরিবর্তন চলছে, এটা পুরোপুরি গঠিত না হওয়া পর্যন্ত আরেকটু অপেক্ষা করতে হবে। এ মুহূর্তে সবাই অপেক্ষায় আছেন, পর্যবেক্ষণে আছেন। 

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ