বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার হতে পারে ৬.১ শতাংশ। ম্যানিলাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি ১১ এপ্রিল এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এ তথ্য জানিয়েছে। এডিবি আরও জানায়, আগামী অর্থবছরে এটি বেড়ে ৬.৬ শতাংশে পৌঁছাতে পারে।
এডিবি মনে করে, ব্যাপক অভ্যন্তরীণ চাহিদা, সেমিকন্ডাক্টর রপ্তানির উন্নতি এবং পর্যটন খাতের পুনরুদ্ধারের মধ্যে এই অঞ্চলে স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত থাকায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতিগুলো এই বছর গড়ে ৪ দশমিক ৯ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত দুই বছর অনেক অর্থনীতিতে উচ্চতর খাদ্যের দাম বাড়ার পরে ২০২৪ ও ২০২৫ সালে মুদ্রাস্ফীতি মাঝারি হবে বলে আশা করা হচ্ছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত প্রবৃদ্ধির প্রধান চালক হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে, এই বছর ৭ শতাংশ এবং পরের বছর ৭ দশমিক ২ শতাংশ হারে বৃদ্ধি পাবে।