হোম > অর্থনীতি

বর্ধিত মজুরি বাস্তবায়নে পণ্যের বেশি দাম চেয়ে বিদেশি ক্রেতাদের বিজিএমইএর চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রপ্তানিমুখী পোশাকের দাম বাড়ানোর অনুরোধ জানিয়ে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনকে চিঠি দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি ফারুক হাসান শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে ক্রেতা সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) সহযোগিতা চেয়েছেন।

ওই চিঠিতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘দেশের পোশাক মালিকেরা নতুন মজুরি বাস্তবায়ন করবেন। সে জন্য ক্রেতাদের সহযোগিতা প্রয়োজন। আগামী ১ ডিসেম্বর থেকে যেসব পণ্য জাহাজীকরণ হবে, নতুন মজুরির আলোকে তার মূল্য সমন্বয় করা প্রয়োজন। এ ছাড়া এখন থেকে যেসব ব্যবসায়িক চুক্তি হবে, তা এই নতুন ন্যূনতম মজুরির সাপেক্ষে করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন বিজিএমইএ সভাপতি। 

গত ৮ নভেম্বর এএএফএর সভাপতি স্টিভেন ল্যামারের উদ্দেশে লেখা ওই চিঠিতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান অনুরোধ করেন, তিনি যেন এএএফএর সদস্যদের বিষয়টি সম্পর্কে অবহিত করেন এবং সদস্যরা যেন বাংলাদেশি সরবরাহকারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগিতা করেন। স্টিভেন ল্যামারকে আরও জানানো হয়, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা বা ১১৩ দশমিক ৬৩ মার্কিন ডলার। শ্রমিকদের মোট মজুরি বেড়েছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। এবার শ্রমিকদের মূল মজুরি নির্ধারণ করা হয়েছে মোট মজুরির ৬৩ দশমিক ৪১ শতাংশ। ফলে শ্রমিকদের অন্যান্য সুযোগ–সুবিধাও বাড়বে। 

কর্মীদের মজুরি বাড়ানোর আভাস ও পণ্যের দর বাড়ানোর বিষয়টি এর আগেও ক্রেতাদের জানিয়েছিল বিজিএমইএ। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতারাও মজুরি বাস্তবায়নে বিজিএমইএয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

গত সেপ্টেম্বরে দেওয়া চিঠিতে বিজিএমইএ ডিসেম্বর থেকে যেসব পোশাক উৎপাদিত হবে, ক্রয়াদেশের বিপরীতে সেগুলোর দাম যৌক্তিকভাবে বাড়াতে মার্কিন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানায়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ২৭ জুলাই এক চিঠিতে এএএফএর সভাপতি স্টিভেন ল্যামার শ্রমিকনেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন। একই সঙ্গে তিনি তৈরি পোশাক খাতের শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নির্ধারণেরও অনুরোধ জানান।

এএএফএ হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক, জুতা কোম্পানি ও তাদের সরবরাহকারীদের জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠন। এর ১ হাজারের বেশি সদস্য জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। এ খাতের বাংলাদেশের উদ্যোক্তারা মনে করেন, পোশাককর্মীদের মজুরি বাড়ানোর প্রেক্ষাপটে নতুন করে পোশাক বিক্রিতে তাঁরা বাড়তি দাম পাবেন বলে আশা করছেন।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু