হোম > অর্থনীতি

লেদার টেক-২০২৪

চামড়াশিল্পের বৃহত্তম প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

আজকের পত্রিকা ডেস্ক­

লেদার টেক বাংলাদেশ দেশের চামড়া, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দশমবারের মতো এই শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ-২০২৪ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান। এতে চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও এই খাতের রপ্তানি আয় গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশের তুলনামূলক সাশ্রয়ী শ্রমব্যয় এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ বেড়েছে। যে কারণে উৎপাদকেরা এখন সর্বাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন। এতে দেশের চামড়া ও ফরওয়ার্ড লিংকেজ খাতের গুণগত মানসম্পন্ন কারখানাগুলো ইতিমধ্যে এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সার্টিফিকেশন অর্জন করেছে, যা বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ চামড়াজাত পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান আরও শক্তিশালী করছে। এ প্রদর্শনী নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, যেখানে তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সম্পর্কে ধারণা নিতে এবং সংগ্রহ করতে পারেন।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন