হোম > অর্থনীতি

লেদার টেক-২০২৪

চামড়াশিল্পের বৃহত্তম প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

আজকের পত্রিকা ডেস্ক­

লেদার টেক বাংলাদেশ দেশের চামড়া, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দশমবারের মতো এই শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ-২০২৪ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান। এতে চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও এই খাতের রপ্তানি আয় গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশের তুলনামূলক সাশ্রয়ী শ্রমব্যয় এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ বেড়েছে। যে কারণে উৎপাদকেরা এখন সর্বাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন। এতে দেশের চামড়া ও ফরওয়ার্ড লিংকেজ খাতের গুণগত মানসম্পন্ন কারখানাগুলো ইতিমধ্যে এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সার্টিফিকেশন অর্জন করেছে, যা বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ চামড়াজাত পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান আরও শক্তিশালী করছে। এ প্রদর্শনী নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, যেখানে তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সম্পর্কে ধারণা নিতে এবং সংগ্রহ করতে পারেন।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত