হোম > অর্থনীতি

মহামারির মধ্যে এডিপি বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের রেকর্ড সাফল্য

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কোভিড মহামারির মধ্যেও বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে রেকর্ড সাফল্য দেখিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে গত মে মাস পর্যন্ত এডিবির ৭৬ শতাংশ বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। এটি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি। যেখানে মে মাস পর্যন্ত জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ। এ ছাড়া বাস্তবায়ন অগ্রগতির এই হার গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য এডিবির ৮৫টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩২২ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭৫২ কোটি টাকা এরই মধ্যে ব্যয় হয়েছে।

করোনাকালে কৃষি মন্ত্রণালয়ের এই অর্জনের জন্য সব কর্মকর্তা–কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী দক্ষিণাঞ্চলের জমিতে লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত সরবরাহের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের চাষের জমি কমছে, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে খাদ্যের উৎপাদন টেকসই করতে হলে আরও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।’

সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত