হোম > অর্থনীতি

বেনাপোল বন্দরে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন যাত্রীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলসহ দেশের চারটি স্থলবন্দরে যাত্রীসেবা বাড়াতে অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। 

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ স্থলবন্দর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এ সুবিধার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান। এ সময় বেনাপোল বন্দর অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সে যোগ দেন বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিমসহ অন্যরা। 

রেজাউল করিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রীদের প্যাসেঞ্জার টার্মিনালের যে চার্জ দিতে হয়, তা বেনাপোল স্থলবন্দরের ওয়েবসাইটে গিয়ে পরিশোধ করা যাবে। পরে এটি বন্দরের নিরাপত্তাকর্মীকে দেখালে প্রবেশ করার সুযোগ পাবে। 

উদ্বোধনের পর এ সেবার আওতায় থাকছে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নওগাঁ স্থলবন্দর। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রেডিট ও ব্যাংকিং কার্ডের মাধ্যমে এ চার্জ পরিশোধ করা যাবে। বর্তমান যাত্রীপ্রতি বন্দর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৫২ পয়সা। পরে অন্যান্য বন্দরেও অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের সেবা চালু হবে। 

অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্টধারীদের সময় সাশ্রয় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন স্থলবন্দর চেয়ারম্যান ও বন্দর পরিচালকেরা। ভিডিও কনফারেন্সে বেনাপোলসহ বিভিন্ন বন্দর, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা যোগ দেন।

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ