হোম > অর্থনীতি

বেনাপোল বন্দরে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন যাত্রীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলসহ দেশের চারটি স্থলবন্দরে যাত্রীসেবা বাড়াতে অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। 

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ স্থলবন্দর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এ সুবিধার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান। এ সময় বেনাপোল বন্দর অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সে যোগ দেন বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিমসহ অন্যরা। 

রেজাউল করিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রীদের প্যাসেঞ্জার টার্মিনালের যে চার্জ দিতে হয়, তা বেনাপোল স্থলবন্দরের ওয়েবসাইটে গিয়ে পরিশোধ করা যাবে। পরে এটি বন্দরের নিরাপত্তাকর্মীকে দেখালে প্রবেশ করার সুযোগ পাবে। 

উদ্বোধনের পর এ সেবার আওতায় থাকছে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নওগাঁ স্থলবন্দর। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রেডিট ও ব্যাংকিং কার্ডের মাধ্যমে এ চার্জ পরিশোধ করা যাবে। বর্তমান যাত্রীপ্রতি বন্দর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৫২ পয়সা। পরে অন্যান্য বন্দরেও অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের সেবা চালু হবে। 

অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্টধারীদের সময় সাশ্রয় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন স্থলবন্দর চেয়ারম্যান ও বন্দর পরিচালকেরা। ভিডিও কনফারেন্সে বেনাপোলসহ বিভিন্ন বন্দর, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা যোগ দেন।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ