হোম > অর্থনীতি

বেপজায় প্রায় ৫ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা-ব্রিটিশ কোম্পানি, ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

বিনিয়োগের ব্যাপারে বেপজার সঙ্গে ইউনিফা অ্যাকসেসরিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: বেপজা

বাংলাদেশে ব্যাগ ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ৪৮ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চীন ও ব্রিটিশ যৌথ মালিকানাধীন ইউনিফা অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা ইকোনমিক জোনে একটি ব্যাগ ও ফ্যাশন সামগ্রী তৈরির কারখানা স্থাপনে এই অর্থ বিনিয়োগ করবে তারা।

ফাইবার টু ফ্যাশনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বেপজার সঙ্গে ইউনিফা অ্যাকসেসরিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজা সূত্র জানিয়েছে, কারখানাটি চালু হলে প্রতিবছর ২ কোটি ৮০ লাখ ইউনিট ব্যাগ, বেল্ট, ক্যাপ, টুপি, স্কার্ফ, মাফলার, চশমা ও চশমার ফ্রেম উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৮৩০ জন বাংলাদেশির কর্মসংস্থান করা যাবে।

বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, ‘বেপজা ইকোনমিক জোনে ইউনিফা অ্যাকসেসরিজের এ বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তা নিশ্চিত করব।’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে। ইউনিফার মতো বিনিয়োগকারীরা এতে নতুন মাত্রা যোগ করছে।’

বাংলাদেশে বেপজার এটিই সবচেয়ে বড় প্রকল্প। বেপজার তথ্যমতে, এখন পর্যন্ত ইউনিফাসহ ৪২টি কোম্পানি এই অর্থনৈতিক অঞ্চলে চুক্তিবদ্ধ হয়েছে, যাদের সম্মিলিত প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯৪২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

বেপজা ইকোনমিক জোনে পর্যায়ক্রমে আরও বহু দেশি-বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ, যা কর্মসংস্থান, রপ্তানি আয় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত