হোম > অর্থনীতি

সৌদির কাছে বাকিতে তেল চায় সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সরকার বিলম্বে মূল্য পরিশোধের শর্তে বাংলাদেশে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের জন্য সৌদি আরবকে অনুরোধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ইউসুফ এসা আল দুহাইলানকে দেশটির তেল কোম্পানি আরামকো থেকে তেল সরবরাহের এ অনুরোধ জানান।

দেশের অভ্যন্তরীণ জ্বালানি ও তেলের চাহিদা পূরণে মন্ত্রী এ অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের এ অনুরোধ সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দেন। 

নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের উল্লেখ করে মন্ত্রী সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট থেকে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখতেও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। সৌদি আরব বাংলাদেশে সার কারখানা প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে চায় বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন। 

সৌদি আরবের রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে বাংলাদেশের সমর্থন এবং সে দেশে দক্ষ কর্মী পাঠাতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান। তাঁরা দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, জনশক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ