হোম > অর্থনীতি

বেশি কর আদায় করেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশি কর আদায় করেও আয়কর খাতের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ১১ হাজার ৮৭৩ কোটি টাকা বেশি আদায় হলেও তা লক্ষ্যমাত্রা থেকে দূরে। ৮ মাসে ভ্রমণ করসহ আয়কর আদায় হয়েছে ৭২ হাজার ৩১১ কোটি ৮৩ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের ৮ মাসে আদায় হয়েছিল ৬০ হাজার ৪৩৭ কোটি ৯৮ লাখ টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আমদানি শুল্কের নির্ভরতা কমিয়ে সরকার আয়কর বাড়াতে চায়। এ জন্য কয়েক বছর ধরে এ করের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে লক্ষ্যমাত্রা যেটুকু ধরা হয়েছে, সেই হারে আয়কর আদায় হচ্ছে না। চলতি অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুসারে, জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে আদায় করার কথা ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা। তবে ৮ মাসে আয় করেছে ৭২ হাজার কোটি টাকা। বাকি চার মাসে আদায় করতে হবে আরও ৮০ হাজার ৯৪৯ কোটি টাকা।

এক বছরে ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মাসে ১২ হাজার ৭৭১ কোটি টাকা করে আদায়ের কথা। সে হিসাবে এনবিআরের আদায় করার কথা ১ লাখ ২ হাজার ১৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে কম আদায় হয়েছে ২৯ হাজার ৮৬২ কোটি টাকা। ফলে দেখা যাচ্ছে, লক্ষ্যমাত্রা থেকে অনেক কম আদায় হয়েছে আয়কর। যদিও এনবিআরের হিসাবে গত অর্থবছরের ৮ মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি