হোম > অর্থনীতি

বেশি কর আদায় করেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশি কর আদায় করেও আয়কর খাতের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ১১ হাজার ৮৭৩ কোটি টাকা বেশি আদায় হলেও তা লক্ষ্যমাত্রা থেকে দূরে। ৮ মাসে ভ্রমণ করসহ আয়কর আদায় হয়েছে ৭২ হাজার ৩১১ কোটি ৮৩ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের ৮ মাসে আদায় হয়েছিল ৬০ হাজার ৪৩৭ কোটি ৯৮ লাখ টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আমদানি শুল্কের নির্ভরতা কমিয়ে সরকার আয়কর বাড়াতে চায়। এ জন্য কয়েক বছর ধরে এ করের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে লক্ষ্যমাত্রা যেটুকু ধরা হয়েছে, সেই হারে আয়কর আদায় হচ্ছে না। চলতি অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুসারে, জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে আদায় করার কথা ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা। তবে ৮ মাসে আয় করেছে ৭২ হাজার কোটি টাকা। বাকি চার মাসে আদায় করতে হবে আরও ৮০ হাজার ৯৪৯ কোটি টাকা।

এক বছরে ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মাসে ১২ হাজার ৭৭১ কোটি টাকা করে আদায়ের কথা। সে হিসাবে এনবিআরের আদায় করার কথা ১ লাখ ২ হাজার ১৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে কম আদায় হয়েছে ২৯ হাজার ৮৬২ কোটি টাকা। ফলে দেখা যাচ্ছে, লক্ষ্যমাত্রা থেকে অনেক কম আদায় হয়েছে আয়কর। যদিও এনবিআরের হিসাবে গত অর্থবছরের ৮ মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি।

এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে