হোম > অর্থনীতি

ভারতে পেঁয়াজের দাম বেড়ে ৭০-৮০ রুপি কেজি

হিলি স্থলবন্দর বাজারের একটি দোকানে পেঁয়াজের স্তূপ। ছবি: আজকের পত্রিকা

ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।

দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’

তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট রাফি আহমেদ

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন

২০৩৩ সালে দেশের স্বাস্থ্য খাত হবে ২৩ বিলিয়ন ডলারের

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত