হোম > অর্থনীতি

ভারতে পেঁয়াজের দাম বেড়ে ৭০-৮০ রুপি কেজি

হিলি স্থলবন্দর বাজারের একটি দোকানে পেঁয়াজের স্তূপ। ছবি: আজকের পত্রিকা

ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।

দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’

তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের