হোম > অর্থনীতি

ভারতে পেঁয়াজের দাম বেড়ে ৭০-৮০ রুপি কেজি

হিলি স্থলবন্দর বাজারের একটি দোকানে পেঁয়াজের স্তূপ। ছবি: আজকের পত্রিকা

ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।

দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’

তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত