হোম > অর্থনীতি

ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় কিছুটা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। ঘোষিত বিধিনিষেধের সময় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ব্যাংকিং লেনদেনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ মে পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন চলবে। ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বেলা ৪টা পর্যন্ত।

রোববার পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে, ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লেনদেন চলবে বেলা ২টা পর্যন্ত।

আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। তবে বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চলবে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত