হোম > অর্থনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআইএফের নির্বাহী সদস্য নির্বাচিত ১৭ জন

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৫-২৬ মেয়াদে বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) কার্যনির্বাহী পরিষদের ১৭ জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার মো. সেলিম উদ্দিন ও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম। ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচিত ১৭ সদস্যের মধ্যে ৬ জন জীবনবিমা (লাইফ ইনস্যুরেন্স) এবং ১১ জন সাধারণ বিমা (নন-লাইফ ইনস্যুরেন্স) কোম্পানির প্রতিনিধি। এদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, দুজন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দুজন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হবেন।

লাইফ ইনস্যুরেন্সের নির্বাচিত সদস্যরা হলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সামছুল আলম, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুল আলম এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

নন-লাইফ ইনস্যুরেন্সের নির্বাচিত সদস্যরা হলেন এশিয়া ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, ঢাকা ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, ইস্টার্ন ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দস্তগীর, নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক, রিপাবলিক ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, সেনা ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার এবং তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত