হোম > অর্থনীতি

ছাড়পত্র জটিলতা: আখাউড়ায় মাসখানেক আটকা ভারত থেকে আনা ২৭০০ টন পাথরচূর্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটকে আছে ভারত থেকে আমদানি করা ২ হাজার ৭০০ টন পাথর চূর্ণ। আখাউড়া-আশুগঞ্জ চারলেন সড়কের কাজের জন্য গত ১৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চার দফায় এসব পাথর বন্দরে এসেছে।

ছাড়পত্র না দেওয়ায় এসব পাথরচুর্ণ নিতে পারছেন না আমদানিকারক। স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ বলছে, অন্য স্থলবন্দর দিয়ে অনুমোদন থাকলেও, আখাউড়া স্থলবন্দরে পাথর চূর্ণ ‘আমদানির অনুমোদন না’ থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান সবুজ সংকেত না পেলে ছাড়পত্র দেওয়া যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার দীর্ঘ সড়ককে চার লেনের মহাসড়কে উন্নীতকরণ ও অবকাঠামো উন্নয়নের প্রকল্পের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথরচূর্ণ আমদানি করা হয়। এই কাজ করছে ভারতীয় নির্মাণ প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার। এর পক্ষ থেকেই এসব পাথর আমদানি করা হয়। বাংলাদেশে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে আছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

গত ১৩ নভেম্বর ৭৭০ মেট্রিক টন, ২২ নভেম্বর ৭৭০ মেট্রিক টন, ২৭ নভেম্বর মেট্রিক টন ৭৭০ এবং ৩০ নভেম্বর ৩৯০ মেট্রিক টন পাথর চূর্ণ ভারতীয় ট্রাকে করে আখাউড়া বন্দরে আনলোড করা হয়। 

এ নিয়ে জানতে চাইলে খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আখাউড়া স্থলবন্দর দিয়ে যদি এ পাথর চূর্ণ অনুমোদন না থাকে, তাহলে চার ধাপে বিল অব এন্ট্রি কেন করলেন কাস্টমস কর্তৃপক্ষ। তা ছাড়া আইসি কপিতেও স্বাক্ষর করে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে কেন পাঠিয়েছেন তাঁরা। ফলে ভারতীয় ব্যবসায়ীরা এলসির অর্থ পেয়ে গেলেও লোকসানের মুখে পড়েছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।’

সিঅ্যান্ডএফ বলছে, ২৫১৭১০৯০ এইচএস কোডের আওতায় চট্টগ্রাম নৌবন্দর, চিলমারী, ছাতক, জকিগঞ্জ, সুতারকান্দী, হিলি স্থলবন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ‘ব্রোকেন অর ক্রাশ্ড স্টোন’ হিসেবে পাথরচূর্ণ আমদানি হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবার হলেও ২ হাজার ৭০০ টন পাথরচূর্ণ একই এইচএস কোডের আওতায় নিয়ম মেনে আমদানি করা হয়। এর জন্য সরকারনির্ধারিত দাম টনপ্রতি ১৩ ডলার ধরে মোট মূল্যের ৬৮ দশমিক ৮ শতাংশ অর্থ শুল্ক পরিশোধ করে করা হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব (স্থলশুল্ক) কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার ৭০০ মেট্রিক টন পাথর আমদানি করা হয়। অন্যান্য বন্দর দিয়ে অনুমোদন থাকলেও, আখাউড়া স্থলবন্দর দিয়ে পাথরচূর্ণ আমদানির অনুমোদন নেই। 

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। শিগগরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রতিবেদনও পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ ছাড়পত্র দিয়ে বন্দর থেকে পাথর খালাস দেওয়া হবে তা এখনো বলা যাচ্ছে না।’

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা