হোম > অর্থনীতি

সব সময় পদত্যাগের গুজব, বাজারে কি এর প্রভাব পড়ে না, প্রশ্ন বিএসইসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: সংগৃহীত

পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’

আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।

এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’

রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’

পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে