হোম > অর্থনীতি

সব সময় পদত্যাগের গুজব, বাজারে কি এর প্রভাব পড়ে না, প্রশ্ন বিএসইসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: সংগৃহীত

পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’

আজ সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। এ দিন সকালে সচিবালয়ে আসেন তিনি, যা গুজবকে আরও উসকে দেয়।

এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, ‘আমি এসেছি অর্থ উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়ে আলোচনা করতে। অথচ আপনারা বানিয়ে দিলেন—আমি পদত্যাগ করছি! এসবের বাজারে কোনো প্রতিক্রিয়া হয় না?’

রাশেদ মাকসুদ বলেন, ‘আপনারা (কিছু সংবাদমাধ্যম) নিউজ বানিয়ে দেন। কোথা থেকে এসব খবর পান? সারা দিন শুধু এগুলোই ঘোরে। ভালো কোনো খবর কি নেই? একজন মানুষ কাজ করতে চাইলেও পারেন না, কারণ, তাঁর পেছনে গুজব তাড়া করে।’

পদত্যাগ কিংবা বিদেশে চলে যাওয়ার গুজব নিয়েও খণ্ডন দেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘গুজব ছড়ায় আমি নাকি আমেরিকায় চলে গেছি। অথচ আমি আমেরিকায় ১২ বছর ট্যাক্স ফাইল করেছি। সাত বছর নিউইয়র্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেছি। পে-রোল, বোনাস সব ছিল সেখানে। আমি চাইলে আর কখনো দেশে ফিরতাম না।’

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা