হোম > অর্থনীতি

পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনিসুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করা এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। এ কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কমিটির সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসিকে অধিকতর শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, পুঁজিবাজার শক্তিশালীকরণের লক্ষ্যে উন্নয়ন কৌশল প্রণয়ন, বিশেষ করে প্রবাসী বন্ডের আকর্ষণ বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ; পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের জন্য নীতিগত সুপারিশ প্রদান; বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; তারল্য বৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স উৎসাহিতকরণ এবং নতুন তালিকাভুক্তি ও আর্থিক উপকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।

কমিটির সদস্যরা বিএসইসির নির্ধারিত হারে মিটিং ভাতা প্রাপ্য হবেন এবং কমিটি প্রয়োজন মনে করলে পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনের পরামর্শ গ্রহণ করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি