হোম > অর্থনীতি

এক দশকে বিশ্বের ১ শতাংশ শীর্ষ ধনীর দখলে ৪২ ট্রিলিয়ন ডলারের সম্পদ: অক্সফাম

গত এক দশকে বিশ্বের শীর্ষ ধনী ১ শতাংশ মানুষ ৪২ ট্রিলিয়ন ডলারের সম্পদ গড়েছে, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চিত সম্পদের প্রায় ৩৬ গুণ বেশি। তারপরও বিলিয়নিয়াররা তাদের সম্পদের ০.৫ শতাংশেরও কম কর দিচ্ছেন।

ব্রাজিলে জি-২০ শীর্ষ সম্মেলনে অতি ধনী ব্যক্তিদের উপর করারোপ নিয়ে আলোচনার আগে বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, চরম বৈষম্যের মধ্যেও ধনীদের উপর কর ‘ইতিহাসের সবচেয়ে নিম্ন’ পর্যায়ে নেমে গেছে। ‘অশ্লীল মাত্রার’ বৈষম্য বিশ্বের জন্য চরম পরিণতি বয়ে আনতে পারে।

বিশ্বের জিডিপির ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী দেশগুলোর গ্রুপ জি-২০ শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট ব্রাজিল অতি ধনীদের উপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে।

এই সপ্তাহে রিও ডি জেনিরোর শীর্ষ সম্মেলনে জি-২০ অর্থমন্ত্রীরা অতি ধনীদের উপর শুল্ক বাড়াতে এবং বিলিয়নিয়ারদের করফাঁকি রোধের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগে কোটিপতি ও অন্যান্য উচ্চ উপার্জনকারীদের কর আরোপের পদ্ধতি নির্ধারিত হতে পারে।

বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফ্রান্স, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া ও আফ্রিকান ইউনিয়ন প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিপক্ষে অবস্থান জানায়।

এটিকে ‘জি-২০ সরকারের জন্য সত্যিকারের লিটমাস পরীক্ষা (সিদ্ধান্ত ও মতামত)’ বলে অভিহিত করেছে অক্সফাম। এসব দেশের অতি ধনীদের ‘সম্পদের পাহাড়ের’ উপর কমপক্ষে ৮ শতাংশ বার্ষিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অক্সফাম ইন্টারন্যাশনালের বৈষম্য নীতির প্রধান ম্যাক্স লসন বলেছেন, ‘অতি ধনীদের উপর কর বৃদ্ধির গতি অনস্বীকার্য।’

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত