হোম > অর্থনীতি

জাপানি সি ফুডে নিষেধাজ্ঞার পর চীনে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে রাশিয়া 

জাপানের সি ফুড আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির পর চীনে সামুদ্রিক পণ্য রপ্তানি বাড়ানোর আশা করছে রাশিয়া। জাপান ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলতে শুরু করার পর দেশটির সি ফুড আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 

গত জুলাইয়ে রাশিয়ার খাদ্য নিরাপত্তা নজরদারি প্রতিষ্ঠান রোসেলখোজনাজোর বলে, চীনের জন্য রাশিয়া বৃহত্তম সামুদ্রিক পণ্য সরবরাহকারী দেশ। ৮৯৪টি রুশ কোম্পানির সি ফুড রপ্তানির অনুমতি আছে। 
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে রোসেলখোজনাজোর বলে, তারা রপ্তানিকারকের সংখ্যা বাড়ানোর সুযোগ খুঁজছিল। 

বিবৃতিতে বলা হয়, ‘সাধারণত রুশ মৎস্য পণ্যের জন্য চীনা বাজার বেশ সম্ভাবনাময়। আমরা প্রত্যয়িত রুশ কোম্পানি ও জাহাজের সঙ্গে পণ্যের সংখ্যা ও পরিসীমা বাড়ানোর আশা করছি।’ 

এ প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে রোসেলখোজনাজোর সি ফুড নিরাপত্তার বিষয়গুলো নিয়ে চীনের সঙ্গে আলাপ চালিয়ে যেতে চায়। তারা দেশটিতে রুশ সামুদ্রিক পণ্য সরবরাহের ওপর চীনা বিধিনিষেধের আলাপ শেষ করতে চায়। 

চীন এর আগেও জাপান থেকে কিছু খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি সমুদ্রে ফেলার কারণে সৃষ্ট তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়াতে গত বৃহস্পতিবার জাপানি সি ফুডের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। 

গত জানুয়ারি থেকে আগস্টের মধ্যে প্রায় অর্ধেক রুশ সামুদ্রিক পণ্যের গন্তব্য ছিল চীন। বিবৃতিতে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করা হলেও পোল্লোক, হেরিং, ফ্লাউন্ডার, সার্ডিন, কড ও কাঁকড়ার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের উল্লেখ করা হয়েছে। 

গত বছর রাশিয়া প্রায় ২৩ লাখ টন সামুদ্রিক পণ্য রপ্তানি করেছে, যার মূল্য প্রায় ৬১০ কোটি ডলার। রাশিয়ার মৎস্য সংস্থাগুলো বলছে, এর অর্ধেকই চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে রপ্তানি করা হয়েছে। 

তবে জাপান বলছে, রাশিয়া ও চীনের সমালোচনা বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়। আর দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপেয় পানির মাত্রার নিচেই থাকবে। 

নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে যেখানে রাশিয়ার প্রায় ৭০ শতাংশ সি ফুডগুলো ধরা হয় সেখানকার ঢেউয়ের কারণে দূষণের ঝুঁকি থাকবে না। 

এমনকি রাশিয়া ফুকুশিমার কাছাকাছি ধরা সামুদ্রিক মৎস্য তেজস্ক্রিয়তা পরীক্ষা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে রোসেলখোজনাজোর প্যাসিফিক কার্যালয়।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক