হোম > অর্থনীতি

ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করায় রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য দুটির দাম অনেকটাই কমেছে। 

প্রজ্ঞাপনে জানা গেছে, সয়াবিন তেল ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর-ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হলো। 

জানা গেছে, বর্তমানে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে। এই ভ্যাট প্রত্যাহার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। 

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ বহাল ছিল। তবে আমদানি পর্যায়ে ভ্যাট বহাল রয়েছে বলে জানান তিনি। 

এদিকে মৌলভীবাজারের ভোজ্যতেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, বাজারে প্রতিমণ সয়াবিন তেলের দাম সর্বোচ্চ উঠেছিল ৬ হাজার ৩০০ টাকা। যা সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ৬৬০ টাকায়। অর্থাৎ মণপ্রতি দাম কমেছে ৬৪০ টাকা। আর পাম তেলের দাম উঠেছিল ৬ হাজার টাকা। যা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। তবে দুপুরের দিকে দাম মণপ্রতি আরও ১০০ টাকা কমে বিক্রি হয়েছে। এতে মণপ্রতি পাম তেলের দাম কমেছে ৭৫০ টাকা।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়