হোম > অর্থনীতি

ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করায় রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য দুটির দাম অনেকটাই কমেছে। 

প্রজ্ঞাপনে জানা গেছে, সয়াবিন তেল ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর-ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হলো। 

জানা গেছে, বর্তমানে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে। এই ভ্যাট প্রত্যাহার আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। 

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ বহাল ছিল। তবে আমদানি পর্যায়ে ভ্যাট বহাল রয়েছে বলে জানান তিনি। 

এদিকে মৌলভীবাজারের ভোজ্যতেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, বাজারে প্রতিমণ সয়াবিন তেলের দাম সর্বোচ্চ উঠেছিল ৬ হাজার ৩০০ টাকা। যা সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ৬৬০ টাকায়। অর্থাৎ মণপ্রতি দাম কমেছে ৬৪০ টাকা। আর পাম তেলের দাম উঠেছিল ৬ হাজার টাকা। যা গতকাল সোমবার বিক্রি হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। তবে দুপুরের দিকে দাম মণপ্রতি আরও ১০০ টাকা কমে বিক্রি হয়েছে। এতে মণপ্রতি পাম তেলের দাম কমেছে ৭৫০ টাকা।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা