হোম > অর্থনীতি

পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজার মধ্যে কোনোভাবেই যাতে পেঁয়াজের দাম না বাড়ে, সে জন্য বাঙালির রান্নার অন্যতম এই উপকরণ আমদানি বন্ধ করবে না সরকার। সচিবালয়ে আজ মঙ্গলবার কৃষিসচিব মো. ছায়েদুল ইসলাম মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান। ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার তদারক করা হবে বলেও তিনি জানান। 

সভায় কৃষিসচিব বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম আজ মঙ্গলবারের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইপি ইস্যু করা বা বন্ধ করা এরকম কোনো নির্দেশনা বা পরিকল্পনা আমাদের নেই।’ 

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করা হয় জানিয়ে কৃষিসচিব বলেন, ‘কৃষকেরা এখন পর্যন্ত পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। তবে আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।’ 

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার ১২৪ কোটি টাকায় ৭৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৪০ শতাংশ।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা