হোম > অর্থনীতি

সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক: বাণিজ্য উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়ন হবে।

বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াশিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির সংখ্যা বেশি। প্রযুক্তিতে তাদের দক্ষতা বাড়াতে কাজ করতে চায় কোরিয়া। এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাঁদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দু-একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত